কোটা বিতর্কের সমাধান কোন পথে? BBC Bangla

Published 2024-07-09
কোটা বাতিলের দাবিতে আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী বলছেন, “হাইকোর্ট হয়েই সিদ্ধান্ত আসতে হবে”। তবে, আদালতের রায়ের পরও সরকারের কী কী করতে পারে, সে বিষয়ে বাংলাদেশ ট্রেন্ডিং-এ কথা বলেছেন অধ্যাপক আসিফ নজরুল।
বেসরকারি চাকরিজীবীদের অবসর সুবিধার কী হাল, সেটিও এসেছে আলোচনায়।
#bangladeshtrending #trending
*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল কন্টেন্ট। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: bbcbangla.com
ফেসবুক: www.facebook.com/BBCBengaliService/
টুইটার: twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

All Comments (21)
  • @nadiaafsana7898
    স্যার আসিফ নজরুল, আপনাকে স্যালুট। এতো এতো শিক্ষিত গবেট চুপ থাকলেও আপনি সাহস করেছেন কথা বলার❤❤
  • অধ্যাপক আসিফ নজরুল স্যারের কথা গুলো একদম বাস্তব সম্মত ও গুরুত্বপূর্ণ। আমি মনে করি স্যারের কথা গুলো কোটা পদ্ধতি সম্পর্কে কোটা নিয়ে আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের অন্তরের জমিয়ে থাকা কথা।
  • @Goodboy-yg3pz
    কোটা শুধু প্রতিবন্ধীদের রাখা উচিত। যারা মেধাবী শিক্ষার্থীরা তাদের থেকে যোগ্য অধিকারীদের চাকুরী দেওয়া উচিত এতে করে আমাদের দেশে এগিয়ে যাবে এটাই হওয়া উচিত আম মনে করি
  • @Iblis11
    সমর্থনকারী মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ ❤️
  • সব সময় স্যারের কথা শোনার জন্য মুখিয়ে থাকি।
  • @taniyaalom2564
    শুধু মাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেনী চাকরিতে নয়, তৃতীয় ও চতুর্থ শ্রেনির চাকরিতেও ... ৯ম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত সকল গ্রেডের সকল কোটা সংস্কার করতে হবে। সরকারি চাকরিতে মিনিমাম ৯০% মেধায় নিয়োগ দিতে হবে।
  • @shapla1310
    অস্ত্রের চেয়েও ভয়ংকর হলো বয়কট ব্যাপারটি । বয়কট এমন একটা জিনিস কোনো রাষ্ট্রের জনগণ যদি এই বয়কট ব্যাপারটি গ্রহণ করে তাহলে সেই রাষ্ট্রের অনেক কিছুকেই অচল করে দিতে পারে।
  • @nizamuddin6082
    আমি ও মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য। স্বাধীনতার ৫৩ বছর পর এখন আর মুক্তিযুদ্ধাদের কোটার কোন ধরণের প্রয়োজন নেই। শুধু নৃ গোষ্ঠী ছাড়া সমস্ত কোটা বাতিল করা হোক।
  • এক পরিবারের ১ জনের বেশি কোন সরকারি চাকরিতে রাখা উচিত নয়।
  • স্যার,মনের কথা গুলো বলেছেন, ধন্যবাদ স্যার❤️
  • জীবন বাজি রেখে যারা মুক্তি যুদ্ধ করেছেন, তারা ফাও খাওয়ার আশায় করেন নাই । কোঠা যে কারো জন্যই অসম্মানের।
  • @hasantarique415
    চীনা ঋণে ভারতের ঠিকাদারি ! স্বামী স্ত্রীর ভাগাভাগি 😅
  • @AbuBakar-jg6oq
    কোটা মুক্তিযোদ্ধাদের না দিয়ে কৃষকের কোটা দেওয়া উচিৎ। মুক্তিযোদ্ধাদের মাসে মাসে টাকা দেওয়া হয় এবং কোটা সুবিধা পাইছে। এখন তাদের কোটা সুবিধা দেওয়া উচিৎ নয়।
  • সীমিত ৫% কোটা রেখে মেধার ভিত্তিতে সরকারী চাকরীতে নিয়োগ দেওয়া হোক।
  • নাতিপুতিরা সুযোগ পাবে এটা কি ধরনের মুল্যায়ন হলো?? সরকারের উচিত সব ধরনের কোটা বাতিল করে দেওয়া।
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটা রেখে বাকী সব ধরনের কোটা বাতিল করা হোক, এতে দেশ এবং জাতি উপকার হবে ভবিষ্যতে প্রজম্মের জন্য
  • আদিবাসি, প্রতিবন্ধী ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য কোটা রেখে বাকি সব ধরণের কোটা সকল গ্রেডের চাকরিতে বাতিল করা উচিত।
  • কোটার আড়ালে রাজনৈতিক বিবেচনায় চাকুরী পাওয়া রোধ করতে হবে। এ বেপারে পরিচ্ছন্ন নীতি মালা দরকার। কেউ একজন কোটা সুযোগ পেলে সে যেনো একবারেই পায় ২ বার এ সুযোগ না নিতে পারে এবং এক পরিবার থেকে কেবল একজনই নিতে পারে।
  • ড:আসিফ নজরুলের মেধা ও সুস্পষ্ট বক্তব্য প্রসংসার দাবি রাখে।একজন বিচক্ষণ শিক্ষক, নাগরিক এবং সর্বোপরি একজন সৎবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ডঃ আসিফ নজরুল স্যার অত্যন্ত সুস্পষ্ট ভাষী মানুষ।
  • মুক্তিযোদ্ধা সুবিধা পাইছে, মুক্তিযোদ্ধা ছেলে পাইছে, এখন আবার নাতি ও নাতনীরাও সুবিধা চাই তাও আবার এক মুক্তিযোদ্ধা ১০ জন নাতি নাতনী থাকলে সবাই সুবিধা চাই ছি ছি ছি।