গোপাল ভাঁড়ের শেষ পরিনতি | গোপাল ভাঁড় কি সত্যিই ছিল ? Mystery of Gopal Bhar | Romancho Pedia

Published 2020-10-31
হাসির রাজা, রসিক রাজা, জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। এই নামটি শুনলেই বাঙালির মনে হাসির ঝিলিক খেলে যায়, তাকে নিয়ে লেখা হয়েছে কত বই, বানানো হয়েছে বহু কার্টুন, আর যুগ যুগ ধরে কতই না মানুষের মুখে হাসি ফুটিয়েছে আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। মহারাজ কৃষ্ণচন্দ্রকে গোপালভাড়, কত বার নাস্তানাবুদ করে ছেড়েছেন, অথচ ভালোবাসার টানে কখনও তাকে শাস্তি দেননি মহারাজ, তবে যদি বলি গোপাল ভাঁড় নামে আদৌ কেউ ছিল কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে, আর যদি সত্যিই কেউ থাকত, তাহলে এত জনপ্রিয় ব্যাক্তিটি কোথায় হারিয়ে গেল !! কি তার রহস্য ! নমস্কার বন্ধুরা আমি মিঠুন, আজকের ভিডিও তে আমাদের সবার প্রিয় চরিত্র হাসির রাজা গোপাল ভাড়ের বিষয়ে জানাবো, তার অস্তিত্বের বিষয়ে কথা বলব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।।...

আমাকে ফেসবুকে ফলো করুন নীচের লিঙ্কে ক্লিক করে
www.facebook.com/mithunadhikarylive

আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন নীচের লিঙ্কে ক্লিক করে
www.instagram.com/mithunadhikarylive

বিঃদ্রঃ - এই ভিডিওটিতে ব্যবহৃত কিছু ছবি, Sony Aath টিভি চ্যানেলে প্রচারিত গোপাল ভাঁড় নামক ধারাবাহিক কার্টুন থেকে সংগৃহীত। এই ছবি গুলো আমার নয়,‌ এর কপিরাইট সোনি আট কোম্পানির কাছে আছে। যদি কোন বিষয়ে জানাতে চান তবে আমাকে [email protected] এই মেইল আইডিতে মেইল করুন।

Disclaimer :- Some pictures used in this video are belongs to Sony Aath. Romancho pedia doesn't own those pictures. For copyright issues please contact me at [email protected]

Thank you !


গোপাল ভাঁড়ের অন্তর্ধান রহস্য,গোপাল ভাঁড় কি সত্যিই ছিল,গোপাল ভাঁড় কোথায় হারিয়ে গেল,গোপাল ভাঁড় কে ছিলেন,who was gopal bhar,reality of gopal bhar,রোমাঞ্চ পিডিয়া,romancho pedia,হাসির রাজা গোপাল ভাঁড়,সিরাজউদ্দৌলার বেগম লুৎফুন্নেসার শেষ পরিনতি,তিতুমীরের বাঁশের কেল্লা,ঝাঁসির রানী লক্ষী বাঈয়ের ইতিহাস,mystery of gopal bhar,মহারাজ কৃষ্ণচন্দ্রের ইতিহাস,কৃষ্ণনগর রাজবাড়ী,সিরাজউদ্দৌলার জীবনের শেষ কয়েকটি মুহূর্ত,মহারাজ কৃষ্ণচন্দ্রের শেষ পরিনতি,গোপাল কোথায় থাকত

All Comments (21)
  • হয়তো ভালো মানুষরা এমনই হয়। কোনো রকম নথির প্রয়োজন নেই, এভাবেই তিনি যুগ যুগ ধরে মানুষের মনে রয়ে যাবেন কোনো প্রমাণ ছাড়াই।।। ❤❤
  • বাঙালি হিসেবে তিনি আমার প্রিয় ব্যাক্তিত্ব যা সম্মানজনক গুরু হিসেবে হৃদয়ে থাকবেন। কাল্পনিক হোক বা ইতিহাসের পাতায় জড়িয়ে থাকুক না কেন।
  • @user-wj6mp9pc4u
    গোপালভারের মতো একজন রসিক মানুষ আমাদের বাংলার ছিলো তার জন্য আমরা গর্বিত জয় কৃষ্ণচন্দ্র মহারাজ ও গোপালের জয়
  • ধন্যবাদ আমার প্রীয় মানুষটাকে নিয়ে এত তথ্য খুজার জন্য ৷
  • গোপাল ভাঁড় অবশ্যই ছিল, না হলে এত সুন্দর ঘটনা গুলো শুধু কাল্পনিক হতে পারে না।
  • @Tanvir360-180
    মিস করেছিলাম বিডিওটা তাই এখন দেখলাম। বিডিওটা কিন্তু আসাধারণ ছিল।
  • আমার বয়স ২৭ বছর,এখনো দুপুরে খাওয়ার সময় গোপাল ভাড় দেখা ছাড়া ভাত খাওয়া হয় না
  • আমি আজ বাহাত্তর এর বৃদ্ধ ।এখনো আমি গোপাল ভাঁড়ের অন্ধ ভক্ত ।ওনার উপাখ্যান আমি গোগ্রাসে গিলি এবং উপভোগ করি। যুগযুগ জিও গোপাল ভাঁড়ের কাহিনি ।
  • আমরা চাই, বাংলার ইতিহাসে গোপালের নাম উল্লেখ করা হোক।
  • আমার বয়স ৩৩ আমি এখনো আমার বাচ্চাদের সাথে নিয়ে এবং একা একা যখনি সময় পাই গোপাল ভাঁড় দেখি।তার বুদ্ধিমত্তা আমার খুব ভাল লাগে
  • @rglifestyle993
    গোপাল ভার মানেই হাসি,ভালোবাসা, বুদ্ধি♥️♥️আমার অন্যতম প্রিয় চরিত্র ♥️
  • অবশ্যই গোপাল ভাঁড় নামে একজন ছিলেন যিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের দেহরক্ষী এবং সভাসদ ছিলেন। এই বিষয় নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং প্রমাণও আছে
  • গোপালের নাম পাওয়া যায় না কারণ-কৃষ্ণনগরের মন্ত্রীর গোপালের সব কীর্তি মুছে নিজের নামে করেছিলেন।।
  • @sisirsareng1238
    গোপাল ভার কার্টুনে নবাবের সাথে যে উজির কে দেখা যায় তিনি কে ছিলেন? সেই সম্পর্কে একটি ভিডিও বাবান।
  • @mdhabibreza8920
    গোপাল ছিল দেশপ্রেমিক বাংগালী, তাতে কোন সন্দেহ নেই
  • আছেন তো গোপাল ভাঁড় সব বাঙালির হৃদয় জুড়ে
  • গোপাল ভাঁড় আমার প্রিয় চরিত্র , তিনি নিশ্চয়ই ছিলেন নাহলে এত সুন্দর সুন্দর ঘটনা কে তৈরী করল, গোপাল ভাঁড় ছাড়া এসব সম্ভব নয়। তিনি আছেন।💯💯💯
  • @anwarulalom1719
    মোঘল সম্রাট জালাল উদ্দিন মুহাম্মদ আকবরের নবরত্ন সভা ছিল, বিশেষ প্রতিভার অধিকারী নয় জন মানুষকে নিয়ে ছিল নবরত্ন সভা। এই নবরত্নের একজন ছিলেন রাজা বীরবল,এই রাজা বীরবলে চরিত্রের সাথে গোপাল ভাড়ের চরিত্রের মিল পাওয়া যায়।
  • ঈশ্বর কেআমরা.চোখে দেখিনি কিন্তু বিশ্বাস করি .এই যে আপনি .আপনাকে চোখে দেখিনি .পরিচিতি নেই .তাও আপনার ভিডিও দেখছি লাইক করছি .বাস্তবিক বা কাল্পনিক চরিত্র .মন যেটা বিশ্বাস করে সেটাই আসল সত্য .বিশ্বাসে মিলায়.বস্তু তর্কে বহুদূর ..
  • @Crazy_abir07
    ধন্যবাদ স্যার আমাদের সব থেকে প্রিয় মানুষটিকে নিয়ে এই নানা তথ্য প্রদান করার জন্য ।