শেখ মুজিব হত্যার পর জেনারেল জিয়া যে মন্তব্য করেছিলেন

8,028,933
0
Published 2020-08-15
মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং কর্নেল শাফায়াত জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপ-প্রধান। তাঁর বাড়িতে ঢোকার সময় আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে।
বিস্তারিত জানতে পারেন এই প্রতিবেদন থেকে।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

www.bbc.co.uk/bengali

facebook.com/BBCBengaliService

twitter.com/bbcbangla

All Comments (21)
  • আমরা শেখ পরিবার কে অনেক সম্মান করতাম তবে বর্তমান পরিস্হিতি নিয়ে শেখ পরিবারের পতনের অপেক্ষায় আছি🗿
  • @sumonaislam3108
    বলার আছে অনেক কিছু। কিন্তু কিছু বললে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে , আমি গরীব মানুষ মামলা চালাতে পারবোনা, তাই কমেন্ট পড়েই চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই
  • স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
  • @nhbappy9765
    কিছু বলার নেই কারন আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক 😂😂😂
  • বঙ্গবন্ধু হত্যার পর হাসানুল হক ইনু কি করেছিল সেটা নিয়ে প্রতিবেদন করার আহ্বান জানাচ্ছি। তাহলেই হয়তো বুঝা যাবে কে কে হত্যাকারিদের সহায়তা নিয়ে ক্ষমতায় বসেছে। হত্যার পর কাদের কত লাভ লোকশান হলো সেটাও জানাবেন।
  • @imranselim2432
    আজকের পরিস্থিতি দেখে মানুষ বুঝতে পারছে ৭৫ এর পরিবেশ কি ছিল!
  • @Peacetel
    এক সময় এই এই গল্প গুলো শুনে চোখে পানি আসতো, বর্তমানে শেখ হাসিনার ব্যবহারে এমন একটি ঘটনার অপেক্ষায় আছে জাতি ।
  • @Sofiyatoz
    যদি অতীত দেখার ক্ষমতা থাকতো, তাহলে ইতিহাস নিয়ে ব্যবসা করা বন্ধ করা যেতো । আফসোস!!
  • এই জন্যই কি ৫৭ সেনা প্রধানকে হত্যা করা হয়েছিলো!
  • @quazimukto560
    তখন সেনা প্রধান ছিলেন জেনারেল শফি। কিন্তু আপনারা সকলেই সেনা প্রধানকে বাদ দিয়ে উপ-সেনা প্রধানের কথা বলেন কেন ??? তাহলে সেনা প্রধান কি করছিলেন তখন ?? আপনারা কেন সেনা প্রধান জেনারেল শফির ব্যাপারে কোন কথা বলেন না কেন ??
  • জেনারেল সফিউল্লাহ, রক্ষীবাহিনীর তোফায়েল, আওয়ামিলীগ এর নেতারা সহ অন্যান্যরা কি বলেছিলেন সেই কথা তো বললেন না???
  • “সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।” – ফ্র্যাঙ্ক লয়েড (আমেরিকান লেখক ও শিল্পী)
  • সেনা প্রধান এর কোনভুমিকাই এখানে নেই কেন, উপপ্রধান জিয়া তো পরের কথা,প্রধানসেনা কোথায় ছিল????
  • কোন জায়গায় কোন অবস্থায় বাঙ্গালিকে কখনো বিশ্বাস করা যায় না আমি একজন বাঙ্গালি হয়ে ও এ কথা বলতে আমার কষ্ট হয়।
  • জিয়া তখন ঠিকই বলেছেন! তাঁরা সেনাপ্রধান, তাঁরা এত আবেগী না, সবসময় শক্ত থাকেন❗
  • @ohovdfd7614
    Don Raye's composition is excellent, and it perfectly captures the spirit of the song and the era in which it was written.
  • প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বক্তব্য পেশ করা হয়েছে, সে সময় কর্তব্যরত একজন সেনাকর্মকর্তার বক্তব্য এমনটাই তো হওয়া উচিত ছিল।
  • @thislamicmedia
    পৃথিবীর সবচেয়ে পবিত্র দুই স্থান। --মক্কা --মদিনা মাশা আল্লাহ