কেন এত রক্ত, কেন এত লাশ?

Published 2024-07-19
কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে এই রক্তপাতের দায় কার? গণমাধ্যম কখন স্বাধীনভাবে কাজ করতে পারবে? সার্বিক পরিস্থিতিতে দেশের ভাবমূর্তি কোথায় গেল?

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এবারের আলোচনার বিষয়: এই রক্তপাতের দায় কার? অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ এবং জার্মান প্রবাসী সাংবাদিক সরাফ আহমেদ৷

#রাজনীতি #খালেদমুহিউদ্দীন #কোটাআন্দোলন #আলীরীয়াজ #কারফিউ #শেখহাসিনা

সাব্সক্রাইব করুন: bit.ly/2SJoeQq
ফেসবুকে ডয়চে ভেলে: www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: twitter.com/dw_bengali

All Comments (21)
  • অধ্যাপক আলী রীয়াজ মনে করেন, মানুষের ক্ষোভ প্রশমিত করতে হলে, মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে৷ সেই শক্তি আওয়ামী লীগের এই মুহূর্তে নেই৷ প্রিয় দর্শক, আপনিও তা মনে করেন?
  • বিশ্বাস করেন ভাই, প্রতিটা প্রবাসীর চোখ মোবাইলের স্ক্রিনে,🥺! দেহটা এই প্রবাসে থাকলেও মনটা ঐ রাজপথে 💔
  • আলি রেয়াজ স্যার কে সেলিঊড ! ঊনি সবদা সত্য ও বওু নিসট কথা বলেন ! আর কত গুলি আছে প্রতারক চরম মিথ্যার জুলি খুলে বসে ! বসে দেখলে দঃব হয় ! আল্লাহ আপনাকে মহীউদ্দিন ভাইকে ভাল রাখুন ! দেশে শান্তি ফিরে আসুক !
  • @bablubablu5710
    ক্ষমতা বেশী দিন নয় একদিন না , একদিন মাটির নিচে চাপা পড়ে যাবে ব্যাক্তি কিন্তু তার অপকর্ম গুলী থেকে যাবে ইতিহাস হয়ে , প্রফেস্যার আলী রিয়াজ স্যার কে স্যালুট জানাই ন্যায়সংগত কথা বলার জন্য !
  • তুমি ৪০ বছর জার্মানি থাকো বলেই তুমি অনেক কিছু জানো না , আলী রিয়াজ স্যার খুব সুন্দর করে বলেছেন, সাহসী
  • আমি একজন আওয়ামী লীগ কর্মী হয়ে স্বৈরাচারী প্রধানমন্ত্রী অতি শীঘ্রই পদত্যাগ চাই আজ আমি লজ্জিত জাতির কাছে আমি আওয়ামী লীগে জড়িত ছিলাম মাফ করে দিও আমার শিক্ষার্থী বন্ধুরা
  • আলি রিয়াজ স্যার কে আন্তরিক অভিনন্দন ও ছালাম সত্য কথা গুলো তুলে ধরার জন্য।
  • @user-fp1pp7oz3k
    ধন্যবাদ আলোচকদের। এটাই দেশের বাসতবতা।
  • @MrZaaDx
    শরাফ, ধ্যনবাদ তোমার আসল চেহারা দেখানোর জন্য। জার্মানিতে থেকেও পা চাটা ভুল নাই
  • খালেদ মহিউদ্দিন সাহেব সত্যি বলার জন্য আপনাকে দন্যবাদ❤❤
  • @mdMasum-vc6et
    সোদি আরব থেকে দেখতেছি ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাইকে সত্য কথা বলার জন্য
  • প্রফেসর আলী রিয়াজ সাধারণত মানুষের মনের কথা তুলে ধরেছেন
  • আমরা প্রবাসীরা কোন খবর শুনতে পারতেছি না হে আল্লাহ আন্দোলন যারা করতেছে সবাইকে হেফাজত করুন
  • ধন্যবাদ, খালেদ ভাই, যাজাক আল্লাহ্ খায়ের।
  • প্রফেসর আলী রিয়াজ স্যার 100% সঠিক বিশ্লেষণ করেছেন
  • ধন্যবাদ বর্তমান সময়ের সাহসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে
  • সত্যি কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ❤❤❤
  • শ্রদ্ধেয় আলী রীয়াজ স‍্যার সঠিক কথাই বলেছেন।
  • আমরা স্বাধীনতা চাই , ❤❤ আমরা ন্যায্য বিচার চাই , কে কে এক মত আছেন সারা দেন ✅✅✅✅
  • @titutitu3240
    অসংখ্য ধন্যআাদ প্রফেসর আলী রিয়াজ স্যার কে খুবই সাহসীকতায় মন খুলে কথা গুলো বলার জন্য