এশিয়ার তৃতীয় বৃহত্তর ওয়াটার পার্ক | Mana bay Water Park Munshiganj | Splash Works Water Park |

Published 2024-05-07
এশিয়ার তৃতীয় বৃহত্তর ওয়াটার পার্ক | Mana bay Water Park Munshiganj | Splash Works Water Park |



এশিয়ার তৃতীয় বৃহত্তর ওয়াটার পার্ক Mana bay Water Park Munshiganj Splash Works Water Park



বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক। ঢাকার অদূরে দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক


মানাবে ওয়াটার পার্ক মুন্সিগঞ্জ
Splash works water park


কি আছে বাংলাদেশের প্রথম ওয়াটার পার্কে
Gazaria | Munshiganj


মানা বে ওয়াটার পার্ক









মানা বে ওয়াটার পার্ক

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত মানা বে ওয়াটার পার্ক (Mana Bay Waterpark) বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক। প্রায় ৬০ হাজার স্কয়ার মিটার বিস্তৃত এই ওয়াটার পার্ক দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম! পার্কটিতে সকল বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন রয়েছে। এখানে ১৭ টি রাইড রয়েছে। এর মধ্যে অন্যতম হলো- ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল ও ফ্লোরাইডার ডাবল। বাচ্চাদের জন্য একটি আলাদা জোন ও একটি কৃত্রিম নদীর ব্যবস্থা রয়েছে পার্কটিতে।

মানা বে যাওয়ার উপায়

মানা বে ওয়াটার পার্ক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশেই ঢাকা থেকে যাবার পথে মেঘনা ব্রিজের পরেই এর অবস্থান। ঢাকা থেকে মানা বে প্রায় ৪০ কিলোমিটার দূ্রে অবস্থিত। ঢাকা থেকে বাসে বা নিজস্ব গাড়িতে করে যেতে পারবেন। দেশের যেকোন স্থান থেকে বাসে আসতে পারেন। পার্কটিতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা আছে।

মানা বে প্রবেশ টিকেট মূল্য

বড়দের টিকেট মূল্য: ৬ হাজার টাকা (উচ্চতা ৪ ফুটের উপরে)
শিশুদের টিকেট মূল্য: ৩ হাজার টাকা (৩ থেকে ৪ ফুট উচ্চতা)
শিশুদের টিকেট মূল্য: সম্পূর্ণ ফ্রি (উচ্চতা ৩ ফুটের নিচে হতে হবে)

টিকেটেই সকল রাইডের ফি সহ মূল্য নির্ধারিত। আলাদাভাবে রাইডের জন্যে টিকেট কাটতে হবেনা। পার্কে প্রবেশ করে ১৭ টি রাইড সারাদিন এর জন্যেই ফ্রি থাকবে।

কোথায় টিকেট পাবেন

অনলাইনে টিকিট করার জন্যে আছে মানা বে অফিসিয়াল ওয়েবসাইটঃ www.manabay.com

আপনার নাম, ইমেইল এবং মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে টিকেট কাটতে পারবেন। পেমেন্ট করতে পারবেন মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।

এছাড়া অন স্পটে গিয়েও টিকেট করা যাবে। মানা বে এর গুলশান অফিস থেকেও অগ্রিম টিকেট করা যাবে।

সময়সূচী

মানাবে ওয়াটার পার্ক প্রতিদিন খোলা থাকে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের বাকি দিন গুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

কোথায় খাবেন

টিকেট প্রাইসের সাথে খাবারের খরচ অন্তর্ভূক্ত নয়। তাই কিছু খেতে হলে নিজ খরচে কিনে খেতে হবে। পার্কেই রেস্টুরেন্ট আছে। আপনার পছন্দ অনুযায়ী কিনে খেতে পারবেন যে কোন সময়।

অফার বা ডিসকাউন্ট

বর্তমানে মানা বে ওয়াটার পার্কে কোন ডিসকাউন্ট বা অফার নেই। তবে ৫০ জনের অধিক গ্রুপ কিংবা কর্পোরেট বুকিং এর জন্যে ডিসকাউন্টের সুবিধা আছে। এইজন্যে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে হবে।




#splashworkswaterpark
#bangladesh
#dhaka
#bddevelopmentproject
##স্প্ল্যাশ_ওয়ার্ক_ওয়াটার_পার্ক
#মুন্সিগঞ্জ
#ওয়াটারপার্ক


ভিডিও ক্রেডিট মনিজা
মনিজা করিম
তোমার কারনে এই বছর অনেক অনেক ভিডিও পাচ্ছি, তোমাকে কি বলে ধন্যবাদ দিবো জানা নাই আমার 🥰
এই ভাবেই আমাকে ভিডিও সাপ্লাই দিতে থাকো 😅

আশা করছি সম্পূর্ণ ভিডিও টি আপনারা দেখবেন ও এনজয় করবেন আর আমার সাথে ই থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন নাহ্ লাইক কমেন্ট সেয়ার করে আমাকে এগিয়ে নিতে সাহায্যে করবেন ইনশাআল্লাহ, আমি চেষ্টা করবো আরো নতুন কিছু ভিডিও আপলোড দিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদ থাকবেন।। আমার জন্য সবাই দোয়া করবেন।
Thanks for watching my video

All Comments (21)
  • অসাধারন ওয়াটার পার্ক টি ,,খুব ভালো লাগলো
  • @nitu9764
    ওয়াটার পার্ক খুব সুন্দর জায়গা তোমার সাথে ঘুরে দেখে নিলাম খুব ভালো লাগলো
  • মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা খুব খুব ভালো লাগলো আপু শেয়ার ধন্যবাদ আপু 👍
  • অনেক সুন্দর জায়গা।খুব ভালো লাগল।
  • আপু খুব ভালো লাগলো ওয়াটার পার্ক চারপাশের দৃশ্য গুলো খুবই সুন্দর
  • @akhiara7200
    মাসাল্লাহ অসাধারণ একটা ভিডিও দিয়েছেন আপু
  • @AddawithRupali
    পার্কটা খুব সুন্দর লাগলো আপু
  • ওয়াটার পার্ক ও তার চারিপাশের দৃশ্য অসাধারণ.. তোমার সাথে ঘুরে নিলাম খুব ভালো লাগলো
  • @OPORUPAGLAMOR
    খুব ভালো লাগলো আপু ওয়াটার পার্ক টা
  • খুব চমৎকার একটা জায়গা, দারুন লাগলো ভিডিও টা ❤
  • @monijakhan9329
    মানা বে MANA Bay...khub shundor jayga..thanks
  • @user-tk6yp6dy3n
    খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ❤❤
  • @JhumpaRannaghor
    মাশাল্লাহ খুব সুন্দর আপু দেখে অনেক ভালো লাগলো ♥️♥️♥️♥️
  • @swapnaahmed612
    Assalamu alaikum Mashallah Very nice place Nice share Thank you